রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় গতকাল ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় শিশুসহ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। ঘটনার পরপরই নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার যৌথ প্রচেষ্টায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। তবে, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ বারবার বাধাগ্রস্ত হয়। বারবার অনুরোধ সত্ত্বেও জনতা এলাকা না ছাড়ায় আহতদের সরিয়ে নিতে বেশ কষ্টসাধ্য পরিস্থিতির মুখে পড়তে হয়। এতে প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারে নিয়োজিত ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার এক পর্যায়ে উৎসুক জনতার সঙ্গে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ সৃষ্টি হয়, যা শেষমেশ একটি অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাটির তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, “তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। জনসাধারণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে সেনাবাহিনী ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সচেতন থাকারও আহ্বান জানিয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২২ জুলাই, ২০২৫
গত এক দশকে বাংলাদেশে ঘটেছে ১০টি প্রশিক্ষণ ও যুদ্ধবিমান দুর্ঘটনা, যার মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতীও ছিল। সর্বশেষ ২১ জুলাই ২০২৫, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২৭ জনের মৃত্যু ও অন্তত ১৭১ জন আহত হন।বিমানটি কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে উড্...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
গত এক দশকে বাংলাদেশে ঘটেছে ১০টি প্রশিক্ষণ ও যুদ্ধবিমান দুর্ঘটনা, যার মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতীও ছিল। সর্বশেষ ২১ জুলাই ২০২৫, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে ফ্লাইট লেফটেন্...