‘শাপলা’ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন: প্রতীক বাছাই কি তাহলে পক্ষপাতদুষ্ট?

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/৭/২০২৫, ৩:১৮:৪৫ AM

‘শাপলা’ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন: প্রতীক বাছাই কি তাহলে পক্ষপাতদুষ্ট?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হতে পারে।


তিনি প্রশ্ন রাখেন, জাতীয় প্রতীকের অংশ হওয়ার অজুহাতে শাপলা বাদ পড়লে ধানের শীষ, পাট পাতা বা তারা কীভাবে প্রতীক থাকে?

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। তাই অন্য অনেক জনপ্রিয় প্রতীকও একইভাবে জাতীয় প্রতীকের অংশ- যেমন ধানের শীষ, পাট পাতা ও তারা।

সারজিস আরও লিখেছেন, “যদি জাতীয় প্রতীকের কোনো অংশ প্রতীক হতে পারে, তাহলে শাপলাও পারবে। শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠালও তো মার্কা হিসেবে আছে।”

তিনি আরও বলেন, “আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন।”

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির কারণে নীতিগতভাবে প্রতীক তালিকা থেকে তা বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে এটি আমাদের সিডিউলে অন্তর্ভুক্ত হবে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।”

ক্যাটাগরি:
রাজনীতি

রাজনীতি ক্যাটাগরি থেকে আরো

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতির নির্দেশ: ইউনূসকে ধন্যবাদ জানাল বিএনপি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতির নির্দেশ: ইউনূসকে ধন্যবাদ জানাল বিএনপি

১০ জুলাই, ২০২৫

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অবাধ,...