লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এই অবস্থায় নির্বাচন মানি না: গোলাম পরওয়ার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ৯:১৯:০০ PM

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এই অবস্থায় নির্বাচন মানি না: গোলাম পরওয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ভূমিকায় ‘গভীর সংশয়’ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এ জন্যই বলছি, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না।’


সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ১৯ জুলাই এই ঐতিহাসিক মাঠেই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই। আমরা চাই নির্বাচন হোক। তবে যেনতেন নির্বাচন আমরা হতে দেব না। প্রশাসনের পক্ষপাতিত্ব, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা কেন্দ্র দখলের মতো পরিস্থিতি হলে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যারা সেই নির্বাচন করবেন, তাদেরকেও আমরা স্বীকৃতি দেব না।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন হোক।’

জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই সমাবেশ থেকে “জুলাই সনদ” ঘোষণার দাবি জানানো হবে। নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনসহ সাত দফা দাবি উত্থাপন করা হবে। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা চালু, পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কার

এ সময় সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াযযম হোসেন হেলাল, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

ক্যাটাগরি:
রাজনীতি

রাজনীতি ক্যাটাগরি থেকে আরো

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতির নির্দেশ: ইউনূসকে ধন্যবাদ জানাল বিএনপি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতির নির্দেশ: ইউনূসকে ধন্যবাদ জানাল বিএনপি

১০ জুলাই, ২০২৫

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অবাধ,...