শান্তি-সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়তে রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ অক্টোবর, ২০২৫

শান্তি-সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়তে রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, রাঙ্গুনিয়া হচ্ছে ইসলামী আন্দোলনের এক ঐতিহ্যবাহী ভূমি। রাঙ্গুনিয়ার জনগণ নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। তাই রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষকে এখন নতুন করে জেগে উঠতে হবে। জনগণ আজ অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে অবস্থানরত রাঙ্গুনিয়া উপজেলার নাগরিকদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য। এজন্য আমাদের সবাইকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, সততা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসাই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।

মুহাম্মদ শাহজাহান আওে বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় উন্মুখ। দাঁড়িপাল্লার গণজোয়ারকে বিজয়ে পরিণত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা রাখছে এবং রাখবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরের জামায়াত আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম।

প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আজকের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও সুশাসনের পথে এগিয়ে আনতে হবে। ইসলাম ও স্বাধীনতার পক্ষের শক্তিকে সুসংগঠিত করে এই দেশকে ন্যায়, সত্য ও আদর্শের পথে পরিচালিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে মাঠে রয়েছে। ইনশাআল্লাহ, জনগণের রায়ই হবে পরিবর্তনের চাবিকাঠি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা জনগণের পাশে থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছি।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী এবং মাওলানা মুহাম্মদ মিয়া হোসাইন শরীফ, প্রকৌশলী শফিউল আলম, আবু তালেব, ইয়াহিয়া মাহমুদ রিজভী, ইসমাইল, আ.ন.ম শামসুল আলম, বিটিভি সাংবাদিক দেবাশীষ দাশ, উত্তর জেলা খেলাফত মজলিস আমীর মুফতি আবুল কালাম আজাদ, অধ্যাপক প্রণয় কুমার বড়ুয়া ও লুটাস বড়ুয়া।

প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ ইউনুস। রাঙ্গুনিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন ডাক্তার জিতু দাশ গুপ্ত। নাগরিক ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মদ রাশেদ তালুকদার।

উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ।শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম মহানগরে অবস্থানরত বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতি সমাবেশ শেষে রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর