কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী পেরিয়ে মাদক পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. শামসুল আলম (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামসুল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মো. ভুলু মিয়ার ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে তারা পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করে নজরদারি চালায়।
রাত সাড়ে আটটার দিকে নাফ নদী পেরিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে তাদের সন্দেহজনক মনে করে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। একজন পালিয়ে গেলেও শামসুল আলমকে আটক করা হয়। তার ঘাড়ে ঝোলানো ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, সম্প্রতি মাদক চোরাচালানকারীরা জেলে ছদ্মবেশে নদীপথে ইয়াবা পাচারে জড়িত হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার ...