কক্সবাজারের মহেশখালী দ্বীপে আলোচিত সন্ত্রাসী আনছার উল্লাহ (২৩) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। তার সঙ্গে সহযোগী দেলোয়ার হোসেনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা থেকে পুলিশের বিশেষ টিম আনছার ও দেলোয়ারকে আটক করে। পরে ৩০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে তাদের নিয়ে কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আনছার উল্লাহ কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং দেলোয়ার হোসেন একই ইউনিয়নের সমিতি পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, "আনছার উল্লাহর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, আগস্টের শুরুতে আনছার উল্লাহ অস্ত্র হাতে ভিডিও কলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এরপর থেকেই তাকে ধরতে নড়েচড়ে বসে প্রশাসন।
স্থানীয়দের দাবি, মহেশখালীর কালারমারছড়ায় গড়ে ওঠা দুটি বড় সন্ত্রাসী বাহিনীর একটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আনছার। দীর্ঘদিন ধরে সে ডাকাতি ও কন্ট্রাক্ট কিলিংয়ের মতো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলো।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার ...