কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগ।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে প্যারাবন কেটে গড়ে ওঠা অবৈধ মৎস্য ঘেরের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কাউকে আটক করা না গেলেও ছয়টি অবৈধ মৎস্য ঘেরের সুইচগেট কেটে দেওয়া হয় এবং ঘের পাহারায় নির্মিত একাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেদায়েত উল্যাহ। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মোমেন, এএসপি (সার্কেল) মানবেন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদারসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও মুহাম্মদ হেদায়েত উল্যাহ বলেন, দুর্গম এলাকা এবং নৌপথের সীমাবদ্ধতার কারণে অভিযান পরিচালনা কঠিন ছিল। তারপরও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। মহেশখালীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে নতুন বনায়ন হবে এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান বলেন, সোনাদিয়া দ্বীপে বন বিভাগের দ্রুত বিট চালু করা হবে। ছয় কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে পূর্বে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা হবে। প্রকল্পের অর্থ ছাড় হলেই কাজ শুরু হবে। ইতোমধ্যে প্রকল্প পরিচালক (পিডি) ও সহকারী প্রকল্প পরিচালক (এপিডি) নিয়োগ দেওয়া হয়েছে। সোনাদিয়া দ্বীপের পরিবেশ রক্ষায় স্থানীয়দের সহযোগিতা জরুরি।
সিটিজিপোস্ট/এমএইচডি
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার ...