কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করলে বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে। অপহরণ ঠেকাতে জলসীমা অতিক্রমকারীদের আমরা আটক করেছি।”
তিনি আরও জানান, আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে আটক জেলেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। দিল মোহাম্মদ নামের এক মাঝি বলেন, “আমরা কোনোভাবেই সীমান্ত অতিক্রম করিনি। মাছ ধরা শেষে ফেরার পথে কোস্ট গার্ড আমাদের ধরে নিয়ে আসে।”
ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদ থেকে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। তাদের মধ্যে ২০০ জনকে ফেরত আনা হলেও এখনও প্রায় ১০০ জন বন্দি রয়েছে। এর মধ্যে গত চার দিনেই ৪৬ জন জেলেকে অপহরণ করা হয়েছে।
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো ওয়াকিটকি উদ্ধার করে জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৯ আগস্ট (শুক্রবার...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বা...