যুক্তরাষ্ট্রে ৫ দশকের মধ্যে প্রথমবার অভিবাসীর সংখ্যা কমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দেশ ছেড়েছেন প্রায় ১৬ লাখ অভিবাসনপ্রার্থী, গ্রেফতার হয়েছেন সাড়ে ৩ লাখের বেশি, আর বৈধ কাগজবিহীনদের বহিষ্কার করা হয়েছে প্রায় সমপরিমাণ।
চলতি বছরের প্রথম ছয় মাসে কমেছে প্রায় ১৪ লাখ অভিবাসী, যা কমে দাঁড়িয়েছে ৫১.৯ মিলিয়নে। ট্রাম্পের প্রশাসন এটিকে অভিবাসন নীতির “বড় সাফল্য” হিসেবে দেখছে।
একই সময়ে, সীমান্ত পারাপারও উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে মাসে মাত্র ৫ হাজারেরও কম মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। অভিবাসন নীতির কঠোরীকরণের ফলে আশ্রয়প্রার্থী, বিদেশি শিক্ষার্থী ও ভিসাধারীদের নিয়ন্ত্রণও জোরদার করা হয়েছে।
তবুও, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি এবং শ্রমশক্তির প্রায় ২০ ভাগই জন্মগ্রহণ করেছেন অন্য কোনো দেশে।