নানান প্রলোভন দেখিয়ে টাঙ্গাইল থেকে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে রেস্টুরেন্ট শেফের ছদ্মবেশে থাকা মুহাম্মদ সবুজ খান (২৫)। বুধবার (৬ আগস্ট) রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।তিনি মহেশখালীতে রেস্টুরেন্ট শেফের ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোরকঘাটা সিকদার পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সবুজকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় নিখোঁজ কিশোরীকে। কিশোরীর পরিবার টাঙ্গাইলের ভুঞাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছিল।
আটক মুহাম্মদ সবুজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামে। তিনি মহেশখালী পৌরসভার ‘ফয়সাল ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করছিলেন। সেই পরিচয়ের আড়ালে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
ভুক্তভোগী কিশোরীর মা বিউটি বেগম জানান, তার মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন আগে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে জানা যায়, তাকে অপহরণ করে মহেশখালীতে লুকিয়ে রাখা হয়েছিল।
কিশোরীর পরিবারের অভিযোগ, সবুজ মোবাইল ফোনে নানা প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ফুঁসলিয়ে টাঙ্গাইল থেকে নিয়ে যায়। এরপর সে রেস্টুরেন্ট শেফের কাজের আড়ালে মহেশখালীতে অবস্থান করছিল। তারা এ ঘটনায় অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, "টাঙ্গাইল থেকে পুলিশের একটি দল এবং কিশোরীর পরিবারের সদস্যরা মহেশখালী আসছেন। তারা পৌঁছালে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস