রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন: মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩) এবং মো. মিহাত (১৭)।
আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
আয়োজকরা জানান, গত বছরের এই দিনে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতীকী হেলিকপ্টারের আদলে গ্যাস বেলুন তৈরি করে উড়ানোর আয়োজন করা হয়েছিল।
বেলুনটি উড়ানোর সময়ই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস