বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শহীদ ফয়সাল আহমদ শান্তর গ্রামের বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, “২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম মুরাদপুরে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের গুলিতে প্রথম শাহাদাত বরণ করেন ওমরগনি এম.ই.এস. কলেজের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত। পরে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম ও দিনমজুর মুহাম্মদ ফারুক।”
তিনি বলেন, এই শাহাদাতের ঘটনায় দেশজুড়ে ছাত্র ও জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। চট্টগ্রামসহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রমিক ও সর্বস্তরের জনগণ রাজপথে সক্রিয় হয়। শহীদ ফয়সাল, ওয়াসিম ও ফারুকের ত্যাগের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “দুঃখজনক হলেও সত্য, এক বছর পেরিয়ে গেলেও জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন হয়নি। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে এবং ৩৬ জুলাইয়ের পূর্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।”
শহীদ শান্তর পিতা মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাহফুজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান ও আবু হেনা মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ নোমান হোসেন নয়ন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান নাঈম, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি আকবর হোসাইন, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ও নাহিদুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রশিবির সেক্রেটারি সাইয়েদ আহমদ, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি আবদুস সালাম মাঝি, বায়তুলমাল সম্পাদক ফারুক হোসেন, শহীদ শান্তর নানা আবুল বশর, শিক্ষক আবদুল আজিজ ও ছাত্রনেতা রাশেদুল হাসান, ওয়ালিদ আনসারী, সাহিদুল মোরসালীন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ শান্তর কবর জেয়ারত করেন নেতৃবৃন্দ এবং শান্তসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস