রুশ জ্বালানি তেল সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করার অভিযোগে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৬ আগস্ট) একটি নির্বাহী আদেশ জারি করে তিনি এই ঘোষণা দেন। এই অতিরিক্ত শুল্কের ফলে ভারত ও ব্রাজিল একসাথে সবচেয়ে বেশি শুল্কের আওতায় পড়বে। নির্দেশ অনুযায়ী, এই শুল্ক ২১ দিন পর কার্যকর হবে।
উইসকনসিনের অ্যানেক্স ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান জ্যাকবসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এই শুল্ক অনেকটা প্রতীকী, বাস্তব প্রভাবের তুলনায়। ২১ দিনের সময়সীমা রাখা হয়েছে, যার মধ্যে সমঝোতার সুযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, “এই শুল্ক যেসব পণ্যে প্রযোজ্য হবে তা এখনো স্পষ্ট নয়। সম্ভবত এই কারণেই বাজারে বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।”
ভারতের রত্ন ও গহনা খাতের ব্যবসায়ী এবং কামা জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক কোলিন শাহ বলেন, “বর্তমান শুল্কের সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ যুক্ত হওয়ায় রপ্তানি খাত বিশেষ করে রত্ন ও গহনার ওপর মারাত্মক প্রভাব পড়বে।”
তিনি জানান, “স্টাডেড সোনার গহনায় শুল্ক অনেক বেড়ে যাবে, ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও কমবে।”
শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ
আইসিআইসিআই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ এ. প্রসন্না রয়টার্সকে বলেন, “এই নতুন শুল্ক কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ, যা ভারতের রপ্তানির জন্য খুবই নেতিবাচক।”
তিনি জানান, “ইলেকট্রনিকস ও ওষুধ খাত এই অতিরিক্ত শুল্কের বাইরে থাকবে।”
তার মতে, “৫০ শতাংশ শুল্কহারে ভারতীয় পণ্য ১৫ থেকে ৩০ শতাংশ শুল্কাধীন দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়বে।”
এইচডিএফসি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা বলেন, “যদি ২১ দিনের মধ্যে সমঝোতা না হয়, তাহলে ২০২৫–২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে আসবে। এতে ৪০ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত প্রভাব পড়বে, যা আগের পূর্বাভাসের দ্বিগুণ।”
নির্মল ব্যাংক ইনস্টিটিউশনাল ইকুইটিজ-এর প্রধান অর্থনীতিবিদ তেরেসা জন বলেন, “ভারতের ওপর চাপ বাড়ছে যাতে তারা একটি বাণিজ্য চুক্তি করে। ভারত ধাপে ধাপে রুশ আমদানি কমিয়ে বিকল্প উৎসে যেতে পারে।”
আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অর্থনীতিবিদ গৌরা সেনগুপ্ত বলেন, “এই আদেশ কার্যকর হলে দ্বিপাক্ষিক শুল্কহার ৫০ শতাংশে পৌঁছাবে, যা আগস্ট থেকে সর্বোচ্চ স্তরে থাকবে।”
তাঁর হিসাব অনুযায়ী, “যদি এই শুল্ক ২০২৬ সালের মার্চ পর্যন্ত থাকে, তাহলে ভারতের জিডিপিতে ০.৩ থেকে ০.৪ শতাংশ হ্রাস ঘটতে পারে।”
রপ্তানি নির্ভরতা কমানোর পরামর্শ
গ্রান্ট থর্নটন ভারতের পার্টনার মনোজ মিশ্র বলেন, “২০২৪–২৫ অর্থবছরে ভারতের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি ছিল প্রায় ৮৭ বিলিয়ন ডলার, যা ভারতের মোট জিডিপির মাত্র ২ শতাংশ। তাই প্রভাব গুরুতর হলেও পুরো অর্থনীতির ওপর তা সীমিত।”
তিনি বলেন, “এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, ভারতের উচিত একক বাণিজ্য অংশীদারের ওপর নির্ভরতা কমানো এবং ফ্রি ট্রেড চুক্তির সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বাজার বৈচিত্র্যময় করা।”
উইলিয়াম ও'নেইল ইন্ডিয়ার গবেষণা প্রধান ময়ূরেশ জোশী বলেন, “বাজার ইতিমধ্যে এই শুল্ক বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নিয়েছে। তবে দ্রুত সমঝোতার ইঙ্গিত না আসলে স্বল্পমেয়াদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনিবার্য হয়ে দাঁড়াবে।”
তিনি বলেন, “ভারত শুধু রাশিয়া থেকেই তেল আনে না, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ থেকে তেল আমদানি করে। তাই রিলায়েন্স বা অন্যান্য তেল বিপণন সংস্থার জন্য বড় ধরনের বাধা দেখা যাচ্ছে না।”
তবে, “রপ্তানি নির্ভর খাতগুলো ক্ষতির মুখে পড়তে পারে,” বলেন তিনি।
রয়টার্স/সিটিজি পোস্ট
৯ আগস্ট, ২০২৫
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। বিষয়টি নিয়ে অবগত তিনজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে এবং এর প্রভাব পড়েছে প্রতিরক্ষা খাতে।এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জেনারেল ডায়নামি...
৮ আগস্ট, ২০২৫
৮ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৯ আগস্ট, ২০২৫
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। বিষয়টি নিয়ে অবগত তিনজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের সম...