জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্যে না পৌঁছায় আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন।
ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার সনদে স্বাক্ষর হওয়ার কথা থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। গতকাল মঙ্গলবার রাতে দলগুলোর কাছে সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হলেও ‘গণভোট’ কীভাবে ও কবে হবে, তা নিয়ে দলগুলোর অবস্থান এক নয়। কিছু দল সনদে সই করার আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট নিশ্চয়তা চায়।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কঠোর অবস্থান নেয়। তারা জানায়, সংবিধান আদেশ জারি না করে সংস্কার প্রক্রিয়া শুরু হলে দলটি সনদে সই করবে না। এনসিপির মতে, আগের জুলাই ঘোষণার সময় তারা ছাড় দিয়েছিল, এবার আর ছাড় দেওয়ার সুযোগ নেই। দলটি সংবিধান সংস্কার ইস্যুতে নতুন করে আলোচনা শুরু করার দাবি জানিয়েছে।
অন্যদিকে চূড়ান্ত সনদে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ না থাকায় জামায়াতে ইসলামী সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, “আমরা সনদের কপি হাতে পেয়েছি, গড়মিল থাকলে জানাব। যেটুকুতে দলগুলোর ঐকমত্য হয়েছে, সেটি সনদে থাকলে আমরা সই করব। তবে শুনছি, এ নিয়ে নানা ধরনের অপতৎপরতা চলছে।”
এ ছাড়া বামপন্থী কয়েকটি দলও সনদে সই না করার ভাবনায় আছে বলে জানা গেছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা সংযোজনের প্রস্তাব করলেও কমিশন তা গ্রহণ করেনি।
এর আগে ৩১ জুলাই পর্যন্ত দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চলে। পরে কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দল ও বিশেষজ্ঞদের সঙ্গে অতিরিক্ত আলোচনা করে, যা শেষ হয় ৯ অক্টোবর। আলোচনায় গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে ঐকমত্য হলেও গণভোটের সময়, পদ্ধতি ও প্রশ্নবলি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না এবং প্রয়োজনে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা হবে। বৈঠকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক হবে। এর আগে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে।”
১৫ অক্টোবর, ২০২৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছালে পুলিশের বাধা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এর আগে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওন...
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছালে পুলিশের বাধা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চ...