বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছালে পুলিশের বাধা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন। পথে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। পরে শিক্ষকরা ব্যারিকেড অতিক্রম করে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন— “বেতন নিয়ে টালবাহানা চলবে না”, “আমি কে, তুমি কে—শিক্ষক শিক্ষক”, “প্রজ্ঞাপন দিতে হবে”।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা।
এর আগে বুধবার সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণায় জানানো হয়েছিল, দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগ মোড় অবরোধ করা হবে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছু সময় অপেক্ষা করলেও দাবি পূরণের কোনো অগ্রগতি না হওয়ায় মিছিলসহ শাহবাগে গিয়ে অবরোধ শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্যে না পৌঁছায় আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন।ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প...
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্যে না পৌঁছায় আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্ব...