চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে পটিয়ার বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে । আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।
ডা. মোহাম্মদ ফরিদুল আলম বলেছেন, “আমরা চাই প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। আর্থিক সংকটের কারণে যেন কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসা জনগণের অন্যতম মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজন করা হবে। তার লক্ষ্য—পটিয়াকে একটি “স্বাস্থ্যকর উপজেলা” হিসেবে গড়ে তোলা।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে আগত সেবাপ্রার্থীরা বলেন, ডা. ফরিদুল আলমের এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পটিয়া উপজেলা জামায়াতের আমির জসীম উদ্দীন, কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দীন, পৌর আমির মাস্টার সেলিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপুল সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীম, বড়লিয়া ইউনিয়ন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার হুমায়ুন, ইমরান হোসেন, শহিদুল ইসলামসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিটিজিপোস্ট/জাউ
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে এ পরিদর্শন করা হয়।এ সময...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয...