আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ হেলাল উদ্দিন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনীস্থ বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক প্রদীপ দত্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মন্জু, এম.মনসুর উদ্দিন, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দিবাকর বড়ুয়া, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক রাহুল দত্ত, পূজা উদযাপন পরিষদের সদস্য অনুপ দত্ত, রাহুল ঘোষ, ম্যাকলেন মিত্র, সৌরভ দত্ত সজীব, অনিরুদ্র দাশ, মাষ্টার রতন দে, আশীষ চৌধুরী, রাজীব নাথ, সুভাষ সিংহ ও রনি সিংহ প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে বিএনপি মাঠে থাকবে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে। রাষ্ট্রের সীমারেখার ভেতর বসবাসরত সব ধর্ম-ভাষা ও বর্ণের মানুষরা কোনো ভেদাভেদ ছাড়া বসবাস করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘জাতীয়তাবাদী’ বাংলাদেশী রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সকল বর্ণবাদ দূরে রেখে ‘এক জাতি-এক দেশ’ এ পরিচয় নিয়ে এগিয়ে যেতে বাংলাদেশী পরিচয়ে বিএনপি দলের ও রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতির অংশ ছিল। তার ধারাবাহিকতায় বিএনপি দল দেশের সামপ্রদায়িক বন্ধন ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে৷"
সিটিজিপোস্ট/ এসএইচএস
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে এ পরিদর্শন করা হয়।এ সময...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয...