ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা সিটি ধ্বংস করা হবে। তিনি বলেন, গাজার পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো, যেগুলো ইতোমধ্যেই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় বড় সামরিক অভিযান অনুমোদনের পর কাটজ আরও হুমকি দেন, হামাস যদি শর্ত না মানে, তাদের জন্য নরকের দরজা খুলে যাবে।
কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস সম্প্রতি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, সব জিম্মির মুক্তি এবং যুদ্ধ সমাপ্তির আলোচনা কেবল ইসরায়েলের শর্ত মেনে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি নিচ্ছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমন পদক্ষেপ স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে।
জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি সতর্ক করেছে, চলমান সামরিক অভিযানের কারণে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬২,১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।