আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মীয় পরম্পরা অনুযায়ী, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে এই দিনটি প্রবারণা হিসেবে পালন করা হয়। সেই থেকে বৌদ্ধ সম্প্রদায় বর্ষাবাস শেষে দিনটিকে ধর্মীয় উৎসব হিসেবে উদযাপন করে আসছে।
প্রতি বছরের মতো এবারও সারাদেশের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো হবে।
দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান দিয়ে শুরু হবে এই উৎসব। ভোরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক থেকে শ্লোক উচ্চারণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ভিক্ষুদের উপবাস ভঙ্গ, গণপ্রার্থনা, রক্তদান, সংঘদান, আলোচনা, পঞ্চশীলা, আস্থাশীলা ও প্রদীপ পূজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নবপতি বিহার, আগ্রাবাদ শাক্যমুনি বৌদ্ধ বিহার, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং মোমিন রোডের সর্বজনীন বৌদ্ধ বিহারে ধর্মীয় সমাবেশ ও আলোচনার আয়োজন করা হয়েছে।
এছাড়াও জেলার হাটহাজারীর পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎ জ্যোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারসহ সব বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।
চট্টগ্রামসহ সারাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজকের এই দিনটি পালন করবেন ভক্তি, শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে।
সিটিজিপোস্ট/ এসএইচএস