চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শিক্ষার্থীদের জন্য ‘নবাগত সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-চবি শাখা।
সংগঠনটির নেতাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি তৈরি হয়ে যাও, হক কথা বলতে শেখো, দক্ষতাকে কাজে লাগাও এবং দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখতে পারো, তাহলে নিঃসন্দেহে এ রাষ্ট্রটা দাঁড়িয়ে যাবে।”
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোহাইমেন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান প্রমুখ।
নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রসঙ্গে চবি শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতেই আমাদের এ আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবন কেমন হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বোচ্চ সংখ্যক নবীন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় টিম ‘ফোর জিরো ফোর নট ফাউন্ড’ ও টিম ‘ক্লস ক্রাশা...
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সে...