রাঙামাটির রিজার্ভবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে মুন্নি আক্তার (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হোটেল গোল্ডেন হিলের ৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুন্নি আক্তারের স্থায়ী ঠিকানা নোয়াখালী হলেও তিনি দীর্ঘদিন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। হোটেলে তিনি ঢাকার বাসিন্দা হিসেবে 'মুন্না সরকার' নামে রেজিস্ট্রেশন করেন।
হোটেল সূত্র জানায়, শনিবার (২৬ জুলাই) তিনি একাই কক্ষে ওঠেন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে হোটেল কর্মীরা কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর থেকেই রহস্য ঘনীভূত হয়ে উঠেছে মুন্নি আক্তারের মৃত্যু। হোটেল রেজিস্ট্রারে মিথ্যা পরিচয় প্রদান, একা অবস্থান এবং ঝুলন্ত অবস্থায় মৃত্যুর ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান,
“মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার কুতুবউদ্দিন (৪৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসেছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।”
৩১ জুলাই, ২০২৫
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরে উঠেছে। তবে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ন্ত্রিতভাবে পানি না বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, হ্রদের পানির উচ্চতা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। হ্রদপাড়ের জনপদ ও চারপাশের প্রকৃতি আবারও হয়ে উঠেছে প্রাণবন্ত ও সচল। তবে ধারণা করা হচ...
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৮ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরে উঠেছে। তবে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ন্ত্রিতভাবে পানি না বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, হ্রদের পানির উচ্চতা এখনো স্বাভাবি...