ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের অত্যাধুনিক মিজাইল প্রযুক্তি বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। একের পর এক মিজাইল হামলায় ইসরাইলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তেহরান। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় বার্তা দিল ইরান, সফলভাবে হাইপারসোনিক ব্যালিস্টিক মিজাইল তৈরির ঘোষণা দিয়েছে দেশটি।
সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানিয়েছেন, ইরান এমন একটি হাইপারসোনিক মিজাইল তৈরি করেছে, যা প্রায় অপ্রতিরোধ্য। তার দাবি, এই মিজাইল বায়ুমণ্ডলের বাইরের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম।
তিনি আরও বলেন, "আমার বিশ্বাস, আগামী কয়েক দশকে এই মিজাইল প্রতিহত করার মতো কোনো প্রযুক্তি তৈরি হবে না।" উল্লেখ্য, হাইপারসোনিক মিজাইল শব্দের গতির পাঁচ গুণ বা তারও বেশি গতিতে ছুটে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একে শনাক্ত করা, প্রতিহত করা বা এর গতিপথ পূর্বানুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ২০২০ সালে ইরানের তৎকালীন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদী সুপারসোনিক মিজাইল তৈরির ঘোষণা দেন, যেখানে টার্বোফাইন ইঞ্জিন ব্যবহারের কথা জানানো হয়। এরপর ২০২৩ সালের জুনে আইআরজিসি 'ফাতেহ-টু' সিরিজের মিজাইল উন্মোচন করে, যেটিকে হাইপারসোনিক বলে দাবি করা হয়, যার গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।
তবে অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এখনো সন্দিহান। তাদের মতে, ফাতেহ-টু অত্যাধুনিক হলেও সেটিকে প্রকৃত অর্থে হাইপারসোনিক বলা যায় না। তাছাড়া এখনো পর্যন্ত ইরান কোনো হাইপারসোনিক বা সুপারসোনিক মিজাইলের সফল পরীক্ষা প্রকাশ্যে চালিয়েছে এমন প্রমাণ নেই।
তবুও ইরানি মিজাইলগুলোর গতি, বিস্ফোরক ক্ষমতা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দক্ষতা নিয়ে সংশয় প্রকাশের সুযোগ কম।
বিশ্লেষকদের মতে, যদি ইরান সত্যিই কার্যকর একটি হাইপারসোনিক মিজাইল তৈরি করে থাকে, তাহলে এটি শুধু ইসরাইলের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকেই পাল্টে দিতে পারে। ফলে তেল আবিবের জন্য সামনে আরও অনিশ্চয়তাপূর্ণ সময় অপেক্ষা করছে বলেই আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...