ঢাকা, (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মো. রিয়াজ (৩৫) নামের এক শ্রমিক নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৭ জনকে আদালতে হাজির করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে পুলিশ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে যাত্রাবাড়ী থানার সামনে রিয়াজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। (২৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত এই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আসামিদের মধ্যে রয়েছেন,সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন,সাবেক মন্ত্রী আমির হোসেন আমু,হাসানুল হক ইনু,রাশেদ খান মেনন,আনিসুল হক,আব্দুর রাজ্জাক,যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু
শুনানির সময় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা তার জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনেন। তিনি আদালতের অনুমতি চান, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করলে আদালত খাবার দেওয়ার অনুমতি দেননি। মহসিন রেজা বলেন,আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। তিনি বয়সজনিত অসুখে জর্জরিত। তাই খাবার দেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন ছিল।
শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আসামিরা আবার হাজতখানায় ফিরিয়ে নেওয়া হয়। এই সময় ব্যারিস্টার সায়েদুল হক সুমন বার বার বলেন,দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে। ভালো থাকুক বাংলাদেশে।অন্যান্য আসামিরা মাথা নীচু করে চুপচাপ ছিলেন।
রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন।
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। দেশের জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ন...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি...