চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর সেই যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই।
তিনি বলেন,বিতর্ক তরুণদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে, যুক্তিকে প্রাধান্য দিতে শেখায় এবং সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যারা বিতর্কে অংশ নেয়, তারা অন্যায়–অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা।
রোববার (৩১ আগস্ট) থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপ্রধান রমেশ্বর দাশ, মুসলিম হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি শাহ আলম বাবুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সভাপতি সাইফুদ্দীন মুন্না, এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাশ নূরী সিজ্জি।
উৎসবে দেশব্যাপী শিক্ষার্থীরা অংশ নেন। এতে ১৮টি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ১৪টি আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তঃকলেজ বিতর্কের ফাইনালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং হাজেরা তজু ডিগ্রি কলেজ রানার্সআপ হয়। অন্যদিকে আন্তঃস্কুল বিতর্কের ফাইনালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
২ সেপ্টেম্বর, ২০২৫
নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির অনেকে চাইছে যুবলীগ ও ছাত্রলীগকে দলে ঢুকিয়ে দল ভারী করতে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। গত ১৬ বছরে আপনারা কেউ চরিত্র হারাননি। চাইলে আওয়ামী লীগে যোগ দিতে পারতেন, কিন্তু নির্যাতন, জেল, জুলুমের সব কষ্ট বরণ করে নিয়েছেন, ত...
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
২ সেপ্টেম্বর, ২০২৫
নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির অনেকে চাইছে যুবলীগ ও ছাত্রলীগকে দলে ঢুকিয়ে দল ভারী করতে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। গত ১৬ বছরে আপনারা কেউ চরিত্র হা...