নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির অনেকে চাইছে যুবলীগ ও ছাত্রলীগকে দলে ঢুকিয়ে দল ভারী করতে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। গত ১৬ বছরে আপনারা কেউ চরিত্র হারাননি। চাইলে আওয়ামী লীগে যোগ দিতে পারতেন, কিন্তু নির্যাতন, জেল, জুলুমের সব কষ্ট বরণ করে নিয়েছেন, তবুও আওয়ামী লীগের সাথে আতাঁত করেননি।’
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, চকবাজার, কোতোয়ালী থানা যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আপনারা হচ্ছেন সাচ্চা কর্মী। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ত্যাগী কর্মীদের বহিষ্কার করা হচ্ছে, যা বেশিদিন টিকবে না। দেশনায়ক তারেক রহমানকে বোঝানো হয়েছে, বিভাজন এমনভাবে করা হয়েছে যে, তাকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের দূরে সরিয়ে দিয়ে কিছু লোক ফায়দা লুটতে চায়, তারা সেই জায়গাগুলো দখল করতে চায়। তাই আমরা বলছি, ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচনে ত্যাগীরাই নেতৃত্ব নেবেন, তারাই দেশ চালাবেন। যারা সুসময়ে আছে, দুঃসময়ে চলে যাবে, তারা পেছনে থাকবে। সামনে এসে যদি তারা নেতৃত্ব নিতে চায়, তা করা যাবেনা। কারণ তাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, যা আমাদের নেতাকর্মীরা করে আসছেন।’
তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘ভয়ের কিছু নেই। সুসময় আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ ১৬–১৭ বছর ধরে আপনারা কষ্ট করেছেন। এই কষ্ট আর বেশিদিন থাকবে না, ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কাজ করবেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নেবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন।’
বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাঈল হোসেন লেদুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুন্গ আহবায়ক আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, চট্টগ্রাম মহানগর যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম মহানগর যুবলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মহানগর যুবদলের সহ- অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তাঁতী দল মহানগরের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর যুবূলের সাবেক তথ্য গবেষণা সম্পাদক মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সাবেক কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম ডিউক মোঃ সেলিম, বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালি থানার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
১ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে লাল কার্ড তুলে ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে ষড়য...
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ কর্মসূচি পালন করেন বিশ...