ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলো হাইকোর্ট। কিন্তু এর কয়েক ঘন্টা পর হাইকোর্টের রায়ের উপর চেম্বার জজের স্থগিতাদেশ আসে।
মূলত, ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর'ই প্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এই এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল চারটা থেকে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন শিক্ষার্থীরা
বিকেল সাড়ের চারটার মধ্যে উপাচার্যের বাসভবনের সামনে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। তাঁরা ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি বলে স্লোগান দেন।
তবে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে যখন খবর আসে যে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত স্থগিত করেছেন, তখন আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে শুরু করেন।
এদিকে, সোশাল মিডিয়ায় ডাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের সংবাদ প্রচারের পরপর'ই ছাত্রদের মধেই আলোচনা সমালোচনা শুরু হয়। এর পরপর'ই হাইকোর্টের এই স্থগিতাদেশ প্রত্যাখান করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
ডাকসু নিয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান।
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, "নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ- আমরা ঐক্যবদ্ধ থেকে ডাকসুতে আদায় করে নিবো ইনশাআল্লাহ।"
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম বলেন, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে।
ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ বলেন, " এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।
এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে লাল কার্ড তুলে ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে ষড়য...
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ কর্মসূচি পালন করেন বিশ...