চট্টগ্রামের কর্ণফুলী থানায় ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) বিকেলে মইজ্জারটেক মোড় পুলিশ বক্সের পাশে সিএনজি অটোরিকশা থেকে এ বিষয়ে মাইকিং করা হয়। বিকেল থেকে পুরো থানাজুড়ে এ প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া দেওয়া যাবে না। এনআইডি ছাড়া বাসা ভাড়া দেওয়া হলে ভবিষ্যতে কোনো অপরাধ সংঘটিত হলে বাড়ির মালিককেও দায় নিতে হবে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ভাড়াটিয়াদের তথ্য নেওয়া নতুন কোনো বিষয় নয়, আগে থেকেই চলছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার স্বার্থে এবার এটি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বাড়ির মালিকরা অনেক সময় অজান্তেই সন্ত্রাসী বা জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দেন। পরে তারা অপরাধ করে পালিয়ে গেলে পুলিশ তদন্তে বেগ পায়। এজন্য ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা জরুরি। সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে অনেক বেগ পেতে হয়েছে। মাইকিংয়ে কিছু বিষয় ভুলভাবে প্রচারিত হয়েছে বলেও জানান তিনি।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান, জি...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী...