আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সাবেক এমপি এম এ লতিফের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে চেম্বারকে আবারও ব্যক্তিগত দখলে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যরা, যাদের পূর্বে বাতিল করা হয়েছিল, তাদের আবারও বহাল করে ভোটার করা হয়েছে। এর মধ্যে এম এ লতিফের ছেলে ওমর মুক্তাদির, মামাতো ভাই ও ঘনিষ্ঠ আত্মীয়রা বিভিন্ন ভুয়া ঠিকানা ব্যবহার করে বিভিন্ন উপজেলা এসোসিয়েশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এসএম নুরুল হক বলেন,এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার নিন্দনীয় প্রচেষ্টা। আমরা প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, বাংলাদেশ নন প্যাকার্স ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহবুব রানা, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা রাশেদ আলী, বিজিএমইএর প্রাক্তন পরিচালক মোহাম্মদ আবসার হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, চেম্বারের একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ভুয়া সদস্য অন্তর্ভুক্ত করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছে। তারা এসব অনিয়ম অবিলম্বে বন্ধ না হলে আন্দোলনের ঘোষণা দেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সংগঠনটি ভিপি হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির সাংগঠনিক সম...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের ...