চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দিন-রাতেই অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। দিনের বেলায় মশার উপদ্রব, সিঁড়ি ও চারপাশে ছড়ানো-ছিটানো আবর্জনা, সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশে ভাসমান মানুষ ও মাদকসেবীদের দৌরাত্ম্য। আগাছায় ঢাকা পড়ছে পোড়ামাটির শিল্পকর্ম, শ্যাওলা জমে গেছে মুক্তমঞ্চের আসনে। ফলে হতাশ হয়ে ফিরছেন সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা।
সংস্কৃতিকর্মীদের অভিযোগ, চার বছর আগে পুনর্নির্মাণের পর থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কার্যক্রম হলেও এর রক্ষণাবেক্ষণে ঘাটতি স্পষ্ট। তাদের দাবি শহীদ মিনারটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করলে পবিত্রতা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চট্টগ্রাম মহানগর সদস্যসচিব মামুনুর রশীদ শিপন বলেন,গত (১ আগস্ট) রাতে শহীদ মিনারে গিয়ে আমরা মাদকসেবীদের দৌরাত্ম্য দেখে হতবাক। আগাছা, অপরিষ্কার পরিবেশ, আলো স্বল্পতা সব মিলিয়ে এ চেতনার স্থানটির মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। সিঁড়ির গোড়ায় ফটক স্থাপন ও দ্রুত চসিকের কাছে হস্তান্তর করা জরুরি।
সরকারি সিটি কলেজের ছাত্র আবদুর রহমান বলেন,এখানকার পরিবেশ এত খারাপ যে একবার কেউ এলে দ্বিতীয়বার আসতে চাইবেন না। চারপাশে আগাছা, শ্যাওলা আর ময়লাপানির স্রোত দেখে শহীদ মিনারের নান্দনিকতা নষ্ট হচ্ছে।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, শহীদ মিনারের কাজ প্রায় শেষ হলেও লাইট ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। গেইট না থাকায় রাতের বেলায় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এ কারণে গেইট স্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
চসিকের মশা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি বলেন,এলাকা সরেজমিনে দেখে বৃষ্টির পানির জমে থাকা ও আগাছার ঝোপ শনাক্ত করেছি। নিয়মিত স্প্রে করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের স্প্রে ম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের আওতায় প্রায় ৩শ কোটি টাকার প্রকল্পে শহীদ মিনার, ১৫ তলা সরকারি গণগ্রন্থাগার, মাল্টিপারপাস হল ও সেমিনার হল নির্মাণ করা হয়েছে। তবে ভাসমান দোকান ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে প্রকল্প এলাকার পরিবেশ এখনও অগোছালো।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান, জি...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী...