বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-৮৪ সমাপ্ত হয়েছে। ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৯৮৪ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো যুদ্ধ ও শান্তি উভয় অবস্থায় বেসামরিক ও সামরিক প্রশাসনের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা। একই সঙ্গে বিসিএস ও বিজেএস কর্মকর্তাদের বাংলাদেশ সেনাবাহিনীসহ সমগ্র সশস্ত্র বাহিনীর সংগঠন কাঠামো, সামরিক রীতিনীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, সক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে ধারণা দেওয়া।
এবারের প্রশিক্ষণে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন, বিসিএস পুলিশের ১৭ জন, বিসিএস আনসারের ৩ জন এবং বিজেএসের ২৯ জনসহ মোট ৬১ জন কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত ১১ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন।