সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট এবং সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ-এর মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্রে জানা গেছে, গতকাল রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপন করতে যান। তবে সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে সংশ্লিষ্টরা রুমের দরজা ভেঙে প্রবেশ করলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হারুন অর রশিদ এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসর গ্রহণ করেন। সেনাপ্রধানের দায়িত্ব শেষে তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেন।
অবসরের পর ২০০৬ সালে তিনি বহুল আলোচিত এবং সমালোচিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এছাড়া তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করে, যেখানে হারুন অর রশিদের নামও উঠে আসে। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় ২০২২ সালে তাকে চার বছরের কারাদণ্ড, সাড়ে তিন কোটি টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের রায় দেওয়া হয়।
৭৭ বছর বয়সি হারুন অর রশিদের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে।
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...