চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, "জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাঁদের আত্মত্যাগের আদর্শই আমাদের গণতন্ত্রের পথে ফেরার লড়াইয়ে প্রেরণা জোগাবে।"
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দামপাড়ায় গরিবুল্লাহ শাহ (র.) মাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শহীদ মোহাম্মদ আলমের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা বহুবার অভ্যুত্থান দিবস পালন করেছি। কিন্তু এবার আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকার এবং গণতন্ত্রসম্পন্ন বাংলাদেশ বাস্তবায়ন করতেই হবে। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"
মেয়র শাহাদাত আরও বলেন, "৫ আগস্ট আমাদের জন্য একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার দিন। আনন্দের কারণ হলো, আজকের প্রজন্ম শহীদদের আত্মত্যাগকে মনে রেখেছে। তবে বেদনাদায়ক বিষয় হলো, শহীদদের পরিবার এখনো শোকাহত। তাদের সন্তান, ভাই কিংবা স্বজন হারানোর বেদনা আজও কাটেনি। এই শোক আমাদের আনন্দকে ম্লান করে দেয়।"
তিনি বলেন, "শহীদদের স্মৃতি বুকে ধারণ করে আমরা আজ শপথ নিই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতেই হবে। বিভাজন ও অনৈক্যের রাজনীতি শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।"
চসিক মেয়র আরও বলেন, "গত ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ গণতান্ত্রিক শক্তিগুলো দমন-পীড়নের শিকার হয়েছে, আন্দোলনে শহীদ হয়েছে। যদি আমরা তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্য দিতে চাই, তাহলে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের পথে এগোতে হবে। কারণ, ঐক্য ছাড়া শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "আমাদের ভোটাধিকার, বাক-স্বাধীনতা, আইনের শাসন এবং মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এসব নিশ্চিতে কাজ করতে হবে। সেটাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। ঐক্যের শক্তিতেই বিজয় ধরে রাখতে হবে, যেন আর কোনো অভ্যুত্থান দিবস পালনের প্রয়োজন না হয়।"
মেয়র বলেন, "আমরা ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম, ’৭১-এ আমাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধে লড়েছেন, ২০২৪-এ আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন। কতকাল আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাব? আমাদের এখন একটাই লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।"
"গণতন্ত্র ধ্বংস করে কেউ টিকে থাকতে পারে না। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই হবে। আমার অধিকার, আমার ভোট এ অধিকার রক্ষা করতেই হবে।"
কবর জেয়ারত শেষে শহীদ মোহাম্মদ আলমের পরিবারের সঙ্গে কথা বলেন মেয়র এবং সবধরনের সহায়তার আশ্বাস দেন। এরপর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...