রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।
গুলশান থানা সূত্র জানিয়েছে, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। কয়েকদিন আগে তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, আটককৃত রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ন আহব্বায়ক, এই কমিটির আহবায়ক এম.জে.এইচ মন্জু এবং আতিক শাহরিয়ার এবং বৈষম্য বিরোধীর সাবেক নির্বাহী সদস্য ও বর্তমান এনসিপির সংগঠক আসাদ বিন রনি।
সিটিজিপোস্ট/এসএমএফ