বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে আবার উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে ভেঙে দেওয়া ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে এই স্থাপনার উদ্বোধন করা হবে।
উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা, আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের প্রথম শাহাদাত বার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নির্মাণ করা হয়। উদ্যোগটির নেতৃত্ব দেন আখতার হোসেন। তবে নির্মাণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল আবরার ফাহাদের ফেসবুক প্রোফাইলে লেখা সে অমর উক্তি “অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে”।
আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ এর বিষয়বস্তু হলো সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প–কৃষি ও নদী–বন–বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা ।
স্মৃতি সংসদের পক্ষ থেকে সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা ডেকে নিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এরপর থেকেই তিনি বাংলাদেশে আগ্রাসনবিরোধী চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
সিটিজিপোস্ট/জাউ