চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মুখোশধারী ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই বাড়ির উদ্দেশে গুলি চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মেখলের মুনছুর তালুকদারের বাড়ির বাসিন্দা মো. জাহাঙ্গীর (৪২), পিতা আবুল কাশেম, তিনি হাটহাজারীর একজন ব্যবসায়ী। তার সিএনজি ও গ্যাসপাম্প রয়েছে হাটহাজারী বাসস্ট্যান্ডে এবং তিনি হাটহাজারী পৌরসভার সুপার সিটি মার্কেটেরও মালিক।
ঘটনার সময় জাহাঙ্গীরের বাড়িটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ ছিলেন না। গুলিবর্ষণে ভবনের দ্বিতীয় তলার বারান্দার কাঁচ ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
এদিকে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...