শিল্পপতি (মৃত) মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গিয়াস কাদেরের দুই ছেলেসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, "আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থা সিআইডিকে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের মালিক আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন এবং ছালাউদ্দিন আব্বাছি।
মামলার বিবরণীতে বলা হয়, গুলশান মডেল টাউনে ছয়তলা ভবন নির্মাণের জন্য ২০০৬ সালে আরেফিন সামসুল আলমের সঙ্গে মাইনুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা আন্না ইসলাম একটি চুক্তি করেন। পরবর্তীতে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর তারা বাড়িটি বুঝে পান। কিন্তু মাইনুল ইসলাম ২০০৮ সালের ২৪ মার্চ মারা গেলে আসামিরা ফ্ল্যাট দখলের চেষ্টা শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার পুরো ফ্লোর দখলের চেষ্টা চালান। গত ১৪ জুলাই তারা বাড়িতে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা করেন এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। ফারজানা আন্না ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
শেষত, ২৮ আগস্ট আসামিরা আবারও বাসায় হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করেন এবং ১০ লাখ টাকা নগদ ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। তারা হুমকি দেন, ৫ কোটি টাকা না দিলে ফ্ল্যাটগুলো জোর করে দখল করবেন। যাওয়ার সময় বাসার নিচতলার গ্যারেজ ভাঙচুর করে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন করেন। আহতরা পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অসচেতনতা উল্লেখ করে এস এম লুৎফর রহমান ...
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফর র...