ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন
চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।
এর আগে রোববার বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে রাতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার জশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। ওই দিন বিকেলে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে।
সন্ধ্যার পরপরই দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও কওমি জনতা হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আহমেদ দিদার কাসেমী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে মাদ্রাসায় ফেরত যেতে বলেন। এর পর মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন মাদ্রাসার সামনে অবস্থান নেন এবং অপরপক্ষ সুন্নি জনতা কাচারি সড়কে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালায়।
দুই পক্ষের সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হন। এর মধ্যে অন্তত ১২৭ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সিটিজিপোস্ট/এসএমএফ
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...