বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুন্ড বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল আয়োজিত “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী আরো বলেন, রাজনীতিতে শ্লোগান কর্মীদের উদ্দীপিত করে বটে, তবে কেবল শ্লোগান নির্ভর রাজনীতি দেশ ও দলের জন্য কল্যাণকর নয়। কোনো পরিবারের রাজনীতি নয়, বরং রাজনীতি হতে হবে জনগণের দুঃসময়-সুঃসময়ে পাশে থাকার নাম। ছাত্রদের জানতে হবে দেশের অতীত এবং ভবিষ্যতের করণীয়। তিনি মনে করেন, ভবিষ্যতের বাংলাদেশে মেধা, সততা ও সাহসিকতার সমন্বয়ে তরুণ নেতৃত্ব উঠে না এলে রাজনীতি অর্থবহ হবে না।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ মুরাদ। এতে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ এবং চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইরফানুল হাছান রকি, সীতাকুন্ড পৌর ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বাবলুসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা-কর্মীরা।
বাঁশবাড়ীয়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দেড় শতাধিক ছাত্রদল নেতা-কর্মী কর্মশালায় অংশ নেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে দুই ঘণ্টাব্যাপী অংশগ্রহণকারীরা নিজেদের ইচ্ছা ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে মতামত শেয়ার করেন।
শেষে বিভিন্ন নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিধেয় একই রংয়ের টি-শার্ট কর্মসূচিকে দৃষ্টিনন্দন করে তোলে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১২ সেপ্টেম্বর, ২০২৫
হাটহাজারীতে দেশের প্রথিতযশা আলেম, সাবেক হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাস...
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
হাটহাজারীতে দেশের প্রথিতযশা আলেম, সাবেক হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভ...