গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনে প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, গাজার শিশুরা বোমা হামলা, অপুষ্টি ও অনাহারে মারা যাচ্ছে। খাদ্য ও জরুরি সহায়তার অভাবে মৃত্যু হচ্ছে অসংখ্য শিশুর। এই মৃত্যুর হার এমন যে, প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সমান শিশুর জীবন শেষ হয়ে যাচ্ছে।
পোস্টে ইউনিসেফ বলেছে, “গাজায় শিশুদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, নিরাপদ পানি, ওষুধ এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা।”
সংস্থাটি গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে জানায়, দীর্ঘদিন ধরে চলমান সামরিক আগ্রাসনে গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। শিশুদের জীবন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অর্ধেকই নারী ও শিশু। ইউনিসেফের ভাষ্যমতে, ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় পুরো গাজা যেন দুর্ভিক্ষ, ধ্বংস ও মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে।
এদিকে, সোমবার (৪ আগস্ট) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা পুরোপুরি দখলের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান আরও জোরদার করবে।
বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭৫ শতাংশ ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, অবশিষ্ট অংশ দখলের প্রচেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় শিশুদের ওপর চলমান এই মানবিক বিপর্যয়ে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবিক ত্রাণ প্রবাহে বাধা, নিরাপদ আশ্রয়ের অভাব এবং জীবন রক্ষাকারী সরঞ্জামের অপ্রতুলতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বিশ্বজুড়ে ন্যায়বিচার ও মানবিকতার পক্ষের শক্তিগুলোকে একত্রিত হয়ে এই সংকটে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...