চেইন অব কমান্ডে বিশৃঙ্খলার অভিযোগে ‘আপ বাংলাদেশ’ সংগঠকের পদত্যাগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

চেইন অব কমান্ডে বিশৃঙ্খলার অভিযোগে ‘আপ বাংলাদেশ’ সংগঠকের পদত্যাগ

সাংগঠনিক ভাবে নির্ধারিত দলীয় শৃঙ্খলা তথা চেইন অব কমান্ডের তীব্র রকমের বিশৃঙ্খলা, ন্যায়নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ‘আপ বাংলাদেশ’-এর সংগঠক মোহাম্মদ ইফতেখার আলম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ইফতেখার আলম জানান, ‘‘জুলাই মাসের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং পরিবর্তনের রাজনীতির প্রত্যাশা থেকেই তিনি আপ বাংলাদেশে যোগ দেন এবং তিনি সংগঠকের দায়িত্ব পালন শুরু করেন।’’

পোস্টে তিনি বলেন, “ন্যায়নীতি ও ইনসাফকে প্রতিষ্ঠানিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আপ বাংলাদেশে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিচ্যুতি আমার নৈতিক অবস্থান ও সংগঠনের ঘোষিত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। চেইন অব কমান্ডে তীব্র বিশৃঙ্খলা, কেন্দ্রীয় পর্যায়ে বিষয়গুলোর প্রত্যক্ষ অবলোকনের পরও অস্বীকার ও তোষামোদমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা চলতে থাকায় আমি আর দায়িত্ব পালনকে ন্যায়সঙ্গত মনে করছি না।”

তিনি আরও অভিযোগ করেন, সাংগঠনিক কাঠামো উপেক্ষা করে ব্যক্তিগত ইচ্ছার বাস্তবায়ন, ন্যায়নীতি ভঙ্গকারীদের প্রতি কেন্দ্রের সুনির্দিষ্ট মহলের অতিরিক্ত প্রশ্রয় এবং এসব বিষয়ে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নিতে ব্যর্থতা তাঁর সিদ্ধান্তকে দ্রুততর করেছে।

ইফতেখার আলম বলেন, “আপ বাংলাদেশ তাড়াহুড়ো করে তাৎক্ষণিক সফলতার দিকে না ছুটে, ন্যায়নীতি ও ইনসাফের সঠিক দিশায় ধীরে হলেও এগিয়ে যাক এটাই প্রত্যাশা। আমি সবসময় সংগঠনের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকব। গণতন্ত্র, ন্যায়তন্ত্র ও ইনসাফের চর্চা শুরু হোক নিজেদের ভেতর থেকেই। অন্যায়ের সঙ্গে আপস করার মানসিকতা আমার তৈরি না হোক।”

ক্যাটাগরি:
রাজনীতি