মহেশখালীতে অভ্যন্তরীন কোন্দলের জেরে গুলি, নিহত ১
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ সেপ্টেম্বর, ২০২৫

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনায় শাহাদত হোসেন দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনা খউস্যরো গোষ্ঠীর ভেতরে চলা দ্বন্দ্বের কারণে সংঘটিত হয়েছে। নিহত দোয়েল ওই এলাকার ফজল হকের ছেলে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ শাহঘোনা মসজিদের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, "জমিতে পানি চলাচলের বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খউস্যরো গোষ্ঠীর মধ্যে পারষ্পরিক বিরোধের জেরে রাস্তার পাশে একটি দোকানের সামনে ছিদ্দিক আহমদের ছেলে মুহাম্মদ সাদ্দাম গুলি করে শাহাদত হোসেন দোয়েলকে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, "নিহত শাহাদত হোসেন দোয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ও অপহরণসহ ৮টি মামলা রয়েছে। অপর দিকে হত্যায় অভিযুক্ত মুহাম্মদ সাদ্দামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও অপহরণসহ ৪টি মামলা রয়েছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.jpg&w=3840&q=75)


