নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার গ্রাম উঙ্গুয়ান মানতাউতে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। কোনো গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে জমি ও পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।