রাউজানে বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘মেজর ইকবাল’ গ্রেফতার
রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
১১ নভেম্বর(মঙ্গলবার) দুপুর ১ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি জানান, তার নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১০ নভেম্বর ) বেলা ৩টার দিকে রাউজান পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুছ ওরফে কালু মেম্বারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মেজর ইকবালের বিরুদ্ধে রাউজান থানায় ৬টি হত্যা মামলাসহ দাঙ্গা, মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলা রয়েছে। তবে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ৪০টিরও বেশি মামলা তার বিরুদ্ধে রয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শীর্ষ সন্ত্রাসী ইকবাল চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবু হত্যা ও মুজিব হত্যা মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন ধরে রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকায় সক্রিয় থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তিনি একটি সক্রিয় ডাকাত দলের সদস্য এবং স্থানীয়ভাবে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




