রাঙামাটিতে ছাত্রলীগ নেতা আরফানকে ধাওয়া করে ধরলো পুলিশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯ অক্টোবর, ২০২৫

রাঙামাটিতে ছাত্রলীগ নেতা আরফানকে ধাওয়া করে ধরলো পুলিশ

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফান আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আরফান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার ২০২৪ সালের বার্ষিক সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহবায়ক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো বলে জানা গেছে।

কোতোয়ালী থানা পুলিশ আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘‘আরফান দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো।’’

অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রাপ্ত আরো অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

জানাগেছে, পেশায় কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার আরফান আলী বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের বনরূপাস্থ স’মিল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি দল।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ সদস্যরা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে বলেন, ‘‘তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’’

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম