ঢাকায় পীর সাবির শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম । এ সময় তাঁরা শিক্ষা, মুসলিম উম্মাহর সংকট ও সুফি সাধকদের অবদান ঘন্টাব্যাপি নিয়ে আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খানকা এ কাদেরিয়া তৈয়্যবিয়াতে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় পীর সাবির শাহের সন্তান সৈয়দ মুহাম্মদ কাশেম শাহও উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে আল্লামা সাবির শাহ ও তথ্য উপদেষ্টা শিক্ষা কারিকুলাম ও সিলেবাস, বিশ্ব মুসলিমদের চলমান সংকট, উপমহাদেশে ইসলামের প্রসার এবং সুফি সাধকদের অবদানসহ সমসাময়িক নানা প্রসঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, পীর সাবির শাহ চলতি মাসে পাকিস্তান থেকে বাংলাদেশ সফরে এসেছেন। তিনি কয়েক বছর ধরে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুসের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সুফি সাধক সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের দৌহিত্র এবং সৈয়দ মুহাম্মদ তাহের শাহের সন্তান।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সিরিকোট শরিফ দরগাহ প্রতিষ্ঠা করেছিলেন সুফি সাধক সৈয়দ আহমদ শাহ সিরিকোটি। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় সাবির শাহ পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে সিনেটর নির্বাচিত হয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সিটিজিপোস্ট/জাউ