ট্টগ্রামের পটিয়ায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দিদার আহাম্মদ প্রকাশ দিলদার (৫২) পেশায় স্থানীয় এক মুদি দোকানদার।
অভিযোগে বলা হয়, দিদার আহাম্মদ খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে আনিছা জান্নাত রাইসা (৭) নামের এক শিশুকে দোকানের ভেতরে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. জামাল বাদী হয়ে সোমবার (১৩ অক্টোবর) পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ
১৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া প্রধান ডাকঘরের সামনের বাউন্ডারি দেয়ালের ভেতরে চট্টগ্রাম জেলা পরিষদের জমির লিজ বাতিল করে জনস্বার্থ রক্ষার দাবিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক...
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
১৩ অক্টোবর, ২০২৫
১২ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া প্রধান ডাকঘরের সামনের বাউন্ডারি দেয়ালের ভেতরে চট্টগ্রাম জেলা পরিষদের জমির লিজ বাতিল করে জনস্বার্থ রক্ষার দাবিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়...