চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় কাছেই পুলিশ অবস্থান করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে। এসময় ডাকাতরা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। যার বিয়ে হচ্ছিল, সেই আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত। তার বড় ভাই আলমগীর ইসলাম কাতার প্রবাসী।
আরিফুল ইসলাম জানান, ‘‘আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে তারা বাড়ি ফেরেন। কিছুক্ষণ পরই সাদা ও আকাশি পোশাক পরা ৮ জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ঘরে প্রবেশ করে।তারা সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে ১১ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দুটি ফোন নিয়ে যায়।’’
তিনি আরও বলেন, “ডাকাতির সময় পুলিশ আমাদের বাড়ির পাশেই ছিল। এমনকি ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও কোনো ব্যবস্থা নেয়নি। বরং অস্ত্র তাক করলে পুলিশ পিছু হটে যায়। পরে আমরা নিজেরাই গাড়িতে করে পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।”
স্থানীয়রা জানান, ‘‘ডাকাত দলের কয়েকজন বিয়ের অনুষ্ঠানেও আগে থেকেই উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স পরা কয়েকজন সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানান স্থানীয়রা।’’
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখনো মামলা হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে।”
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া প্রধান ডাকঘরের সামনের বাউন্ডারি দেয়ালের ভেতরে চট্টগ্রাম জেলা পরিষদের জমির লিজ বাতিল করে জনস্বার্থ রক্ষার দাবিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক...
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
১৩ অক্টোবর, ২০২৫
১৩ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া প্রধান ডাকঘরের সামনের বাউন্ডারি দেয়ালের ভেতরে চট্টগ্রাম জেলা পরিষদের জমির লিজ বাতিল করে জনস্বার্থ রক্ষার দাবিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়...