চট্টগ্রামে 'আপ বাংলাদেশ' চট্টগ্রাম মহানগর কমিটির অভ্যর্থনা ও সমাবেশ অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে 'আপ বাংলাদেশ' চট্টগ্রাম মহানগর কমিটির অভ্যর্থনা ও সমাবেশ অনুষ্ঠিত

বিদেশী প্রভুত্ববিরোধী ও বাংলাদেশপন্থী রাজনীতির সূতিকাগার “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগর কমিটির "অভ্যর্থনা ও সুধী সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতায়ালী থানাধীন মেট্রোপোল কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদ, প্রধান সংগঠক সৌরভ আব্দুলাহ ও কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরেফিন মুহাম্মদ হিযবুল্লাহ বলেন, "আপ বাংলাদেশের লক্ষ্য হলো—স্বপ্নের বাংলাদেশ ২.০-এর বাস্তবায়ন এবং এক স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন। জুলাই অভ্যুত্থান ’২৪ আমাদের দিয়েছে নতুন প্রেরণা, আর মুক্তিযুদ্ধ দিয়েছে শেকড়ের শক্তি। এই দুইয়ের সমন্বিত চেতনায় ন্যায়, নীতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে; যেখানে দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল হবে, কল্যাণময়তা হবে প্রতিটি নাগরিকের অধিকার, আর নারীরা শঙ্কামুক্ত সমাজে বেঁচে থাকবে। তারা আরও বলেন, লুটতরাজ, খুন, গুম ও রাহাজানির অন্ধকার থেকে বাংলাদেশকে মুক্ত করে গড়ে তুলতে হবে এক গর্বিত, স্বপ্নীল রাষ্ট্র।"

কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমদ বলেন, "বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। এ যাত্রায় তরুণদের উদ্যম ও প্রবীণদের প্রজ্ঞার সমন্বয় হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান শক্তি।"

প্রোগ্রামে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ ছানাউল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিক বিশ্লেষক এস এম জাকের উল্ল্যাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মশিউর রহমান চৌধুরী মাহী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ। তারা সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "সংবাদমাধ্যমের সৎ ও দায়িত্বশীল ভূমিকা আগামী বাংলাদেশের যাত্রাকে বেগবান করবে।"

ক্যাটাগরি:
চট্টগ্রামরাজনীতি