তারেক রহমানের উপদেষ্টা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।
দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর দেশে ফিরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। তিনি দীর্ঘ সময় ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সাম্প্রতিক সময়ে তাকে যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) পদে পদায়নের মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কর্মকাণ্ড আরও জোরদার করতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্র জানায়, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা থাকা হুমায়ুন কবিরকে এই পদে আনার পেছনে রয়েছে বিএনপির কৌশলগত লক্ষ্য। তার পদোন্নতিতে দলের আন্তর্জাতিক বিষয়ক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে বলেও দলটি আশা করছে।
সিটিজিপোস্ট/জাউ

.png&w=3840&q=75)


