কক্সবাজারের মহেশখালীতে অপহরণের আট ঘণ্টা পর মুহাম্মদ তোফায়েল (৩৩) নামের এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারের উত্তর পাশে কাউল্লার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। এর আগে শনিবার (২৩আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে 'আট জইন্না' চিংড়ি প্রজেক্ট থেকে তাকে অপহরণ করা হয়। নিহত তোফায়েল কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার বাসিন্দা মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।
নিহতের ভাই নাজমুল হোছাইন ছিদ্দিকী জানান, "পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।" তিনি আরও অভিযোগ করেন, "উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক চেয়ারম্যানের নির্দেশে নাজু ডাকাত, কালা জাহাঙ্গীর, রশিদ, লম্বা তারেক ও গফুরসহ ৩০–৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী 'আট জইন্না' নামের একটি মাছের প্রজেক্টে হামলা চালায়। এসময় তারা মাছ লুট করে এবং তোফায়েলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে রাতেই তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে যায়।
পরিবারের অভিযোগ, "অপহরণের খবর জানানো হলেও কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ কেউই তোফায়েলকে উদ্ধারে কার্যকর ভূমিকা রাখেনি।"
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, "অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তোফায়েলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তবে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লেমশীখালী সমুদ্র তীর থেকে জহিরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, "শনিবার বিকালে লেমশীখালী ইদগাজী পাড়া মসজিদ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। পরে এলাকাবাসী তেলিয়াকাটা ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা জহিরুল ইসলাম (৬০) এর লাশ শনাক্ত করে পরিবারকে খবর দেয়। পরে স্ব...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লেমশীখালী সমুদ্র তীর থেকে জহিরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, "শনিবার বিকালে লেমশীখালী ইদগাজী পাড়া মসজিদ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। পরে এলাকাব...